???সকালের নাস্তায় পাউরুটির সাথে কেমিক্যাল যুক্ত জ্যাম জেলীর বিকল্প হিসেবেও এই ক্রিমড হানির জুড়ি নেই ???
?জমে যাওয়ায় মধুর রং বদলে যায়, তরল থেকে দানাদার হয়ে যায় কিন্তু মধুর গুণগত মান কমে না।?
বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় মধু হল সরিষা ফুলের মধু। এই মধু খুবই মিষ্টি,তবে এই মধুর সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য তা আমাদের অনেকের জানা নেই - আর তা হল, সরিষা ফুলের মধুু শীতকালে অল্প কিছু দিনের মধ্যেই জমে যায়, আর গরমের সময় জমতে একটু দেরী হয়, কয়েক সপ্তাহ বা ২/৩ মাস বা এর চেয়ে একটু বেশী সময় লেগে যেতে পারে কিন্তু জমবেই। যদি না জমে, তবে বুঝতে হবে মধুতে সমস্যা আছে।সরিষা ফুলের মধু পুরোটাই জমে যেতে পারে অথবা বেশীর ভাগ অংশ বা আংশিক জমে যাবে।সরিষা ফুলের মধু জমে অনেকটা ঘি-এর রূপ ধারণ করে। জমে যাওয়া মধু মোলায়েম, নরম, ছোট ছোট দানাদার হয়।
এই জমে যাওয়া মধু ক্রিমড হানি নামেই প্রচলিত।
Hello Fresh এর Raw Creamed Honey (সরিষা ফুলের মধু) অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা কল করুন এই নম্বরেঃ
+8809696399666